পাঁচ বছর পর  হত্যাকান্ডে জড়িত অভিযুক্ত ব্যক্তি পুলিশের জালে

আগরতলা, ২১ নভেম্বর: প্রায় পাঁচ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় জড়িত এক ব্যক্তিকে আটক করল পুলিশ। পশ্চিমবঙ্গের বাগুইহাটি থেকে তাকে আটক করে রাজ্যে নিয়ে এসেছে পুলিশ।

 ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর উজান অভয়নগর এলাকায় আইনজীবী প্রদীপ মোদক হত্যার ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত কাজল মোদককে গ্রেপ্তার করতে করেছে পুলিশ। ২০১৮ সালের ২৯ নভেম্বর উজান অভয়নগর নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যার ঘটনার সাথে যুক্ত রয়েছে প্রদীপ মোদকের বোন জবা মোদকের স্বামী কাজল মোদক।ভাইয়ের হত্যার পর বোন জবা মোদক থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে বোন জবা মোদককে গ্রেফতার করেছিল। কিন্তু মূল অভিযুক্ত জমা মোদকের স্বামী কাজল মোদক রাজ্য ছেড়ে পালিয়ে যায়।  প্রদীপ মোদকের বোনের সাথে তার স্বামী কাজল মোদকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক আগেই।

 বিবাহ বিচ্ছেদের পর জবা মোদক ভাইয়ের সাথেই থাকতেন।অভিযুক্ত কাজল মোদক দ্বিতীয় বিয়ে করে। থানায় মামলা দায়ের হওয়ার পর রাজ্য থেকে পালিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করে কাজল মোদক। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্ত কাজল মোদককে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে আসে অভয়নগর ফাঁড়ির পুলিশ। এনসিসি থানা থেকে ত্রিপুরা পুলিশের একটি বিশেষ টিম পশ্চিমবঙ্গ যায়। পশ্চিমবঙ্গের বাগুইহাটি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাজল মোদককে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *