নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : আগরতলা বিমানবন্দরে প্রিপেইড অটোর উপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা ৩০ টাকা পরিষেবা মূল্য মুকুব করার দাবিতে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি দিয়েছেন রাজ্য পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আগরতলার এমবিবি বিমানবন্দরে প্রতিদিন প্রিপেইড অটোর পরিষেবা গ্রহণ করা যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। প্রতিদিন ২০-৩০ জন যাত্রী প্রিপেইড অটোর পরিষেবা গ্রহণ করছে। ফলে অটো চালকদের আয়ের পরিমাণও অনেকটাই কম। তাই তাদের সুবিধার্থে এই পরিষেবা খরচ বন্ধ করার দাবি জানিয়েছেন মন্ত্রী।
চিঠিতে বিস্তারিতভাবে মন্ত্রী জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এমবিবি বিমানবন্দরকে গ্রুপ-সি শ্রেনীর বিমানবন্দর হিসেবে শ্রেনীভুক্ত করলেও অন্যান্য মেট্রোপলটন শহরের তুলনায় এই বিমানবন্দরে যাত্রী উঠানামার সংখ্যা অনেকটাই কম। অনান্য শহরের তুলনায় আগরতলা পরিধিতে অনেকটাই ছোট হওয়ায় প্রিপেইড অটোগুলি সর্বাধিক ১০ থেকে ১৫ কিমি রাস্তা যাত্রীদের নিয়ে যান। প্রতিদিন প্রিপেইড অটো ৩ থেকে ৪ টি যাত্রা সম্পন্ন করেন। যার ফলে তাদের আয়ের পরিমাণ অনেকটাই কম। দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা প্রতিটি প্রিপেইড অটো চালক রোজগার করেন।
সেই দিক বিবেচনা করে রাজ্য পরিবহন দপ্তর প্রিপেইড অটোর উপর ১০ টাকা চার্জ সম্পূর্ণ রূপে মুকুব করেছে। এবারে এয়ারপোর্ট অথরিটি যেন প্রিপেইড অটোর চালকদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩০ টাকা পরিষেবা মূল্য মুকুব করেন, মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেওয়া চিঠিতে সেই দাবি জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
অন্যদিকে মন্ত্রী চিঠিতে এও উল্লেখ করেছেন, খুব শীঘ্রই রাজ্য পরিবহন দপ্তর খুব শীঘ্রই এমবিবি বিমানবন্দর থেকে প্রিপেইড ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে। তখন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রিপেইড ট্যাক্সির উপর ৩০ টাকা পরিষেবা মূল্য ধার্য করতে পারে। তবে প্রিপেইড অটো থেকে এই মূল্য মুকুব করার দাবি জানিয়েছেন তিনি।