BRAKING NEWS

ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪-২৬ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন ( এ আই সি এম), ত্রিপুরা চ্যাপ্টার ২৪/১১/২০২৩ থেকে ২৬/১১/২০২৩ পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, হাপানিয়া, আগরতলায় তিন দিনের ২৯তম জাতীয় সম্মেলন আইএসিএমসিওএন ২০২৩ আয়োজন করতে চলেছে। শুধু ত্রিপুরার জন্য নয়, এই জাতীয় ক্লিনিক্যাল মেডিসিনের উপর জাতীয় সম্মেলন প্রথমবারের মতো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে হতে চলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ত্রিশজনেরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চিকিৎসক ত্রিপুরার স্বাস্থ্যমহলকে ক্লিনিকস এবং ক্লিনিকাল মেডিসিনের প্রযোজনীয়তা এবং সৌন্দর্য সম্পর্কে আলোকিত করবেন বলে জানা গেছে। এছাড়াও, ভারতের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী এবং মেডিকেল অফিসারদের জন্য একদিনের প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করা হয়েছে। ত্রিপুরার  মুখ্যমন্ত্রী, অধ্যাপক (ডা.) মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সৎসঙ্গ মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার আয়োজিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর:

সৎসঙ্গ মেডিকেল এসোসিয়েশন ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কলেজে জীবনচর্চার নানা বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন সম্পর্কে সঠিক ধারনা সৃষ্টি করা, জীবনের নানা সমস্যা থেকে থেকে মুক্তির উপায় সম্পর্কে সজাগ করা, আধ্যাত্মিকতা, গুরুকরণ ও ধ্যানের উপযোগিতা সম্পর্কে সচেতন করাই এই সেমিনারের মূল লক্ষ্য। তারই অঙ্গ হিসাবে সৎসঙ্গ মেডিকেল এসোসিয়েশনের ত্রিপুরা শাথা আজ সোমবার হাঁপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের নবনির্মিত বিবেকানন্দ স্টেডিয়ামে এক সেমিনারের আয়োজন করে।
আচার্য্যদেব এই সেমিনারের নামকরণ করেছেন,- PANACEA (A solution to all problems and diseases), উক্ত সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল” Unleashing human potentials”। 

উক্ত বিষয়ের উপর আলোচনা করতে মূখ্য বক্তা হিসাবে যোগদান করেছেন কোলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারী বিভাগের এসোসিয়েট প্রফেসর ও সহ-প্রতিঋত্বিক ডাঃ স্বরূপ চক্রবর্তী।
এছাড়াও বক্ত হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা এন.আই.টির এসিটেন্ট প্রফেসর ডাঃ বিশ্বজিৎ সাহা, ত্রিপুরা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডাঃ শান্তনু ঘোষ, এসিটেন্ট প্রফেসর ডাঃ রামকৃষ্ণ পাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান ও সহ-প্রতিঋত্তিক ডাঃ রাজেশ চৌধুরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *