বাসন্তী, ২০ নভেম্বর (হি. স.) : অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশুদের ঠিক মত খাবার না দিয়ে চাল, ডাল বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগে অঙ্গনওয়ারী কেন্দ্রে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে। এই গ্রামের অঙ্গনওয়ারী কেন্দ্রের নিজস্ব ঘর না থাকায় কেন্দ্রটি চলে অঙ্গনওয়ারী কর্মী প্রমিলা জানার বাড়িতে।
অভিযোগ নিজের বাড়িতে সেন্টার চালানোর সুযোগ নিয়ে চাল, ডাল, তেল সহ যাবতীয় জিনিষপত্র বাইরে বিক্রি করে দেন তিনি। যেখানে শিশুদের খিচুড়ি দেওয়ার কথা সেখানে শুধুই ভাত দেন। সব সময় ডিম, আলু দেওয়া হয় না। এ বিষয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এদিন এলাকার এক মহিলার কাছে সাড়ে তিনশো টাকার বিনিময়ে পাঁচ কেজি ডাল বিক্রি করলে স্থানীয়রা হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। তখনই ওই কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে বাসন্তী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত প্রধান মেহেরুন্নেসা মোল্লা বলেন, “ বিষয়টা জানা নেই খোঁজ নিয়ে দেখছি।” বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বলেন, “ অভিযোগ প্রমানিত হলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই অঙ্গনওয়ারী কর্মী।