গোপন অভিযানে প্রায় সাড়ে ৬ হাজার গাঁজা গাছ ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : নেশার বিরুদ্ধে আবারো অভিযান চালালো রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে গাঁজা গাছের চারা। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে সকাল সাতটা পর্যন্ত চলে এই অভিযান।

অভিযানে নেমে ছয় থেকে সাড়ে ছয় হাজার গাঁজা গাছের চারা কেটে, আগুন ধরিয়ে দিয়ে গাঁজা বাগান ধ্বংস করেছে পুলিশ।  অভিযানটি চলে রাজনগর ব্লকের রাজনগর পিআরবাড়ি থানাধীন ঘোষ খামার লেইকপাড়া এলাকায়।

ওসি রতন রবি দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সাথে ছিলেন ৬৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন, রাজনগর বনদপ্তরের কর্মী ও রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ঘোষখামার লেইক পাড়া এলাকায় চলে এই অভিযান। আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ওসি রতন রবি দাস।