মিস্টার ত্রিপুরা খেতাব সুতীর্থ, দ্বৈপায়নের বডিবিল্ডিং, ম্যান ফিজিক প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। দ্বৈপায়ন দে পেয়েছে এবারকার “মিস্টার ত্রিপুরা” সম্মান। সিনিয়র বিভাগে। তবে জুনিয়র বিভাগে “মিস্টার ত্রিপুরা”র খেতাব পেয়েছে সুতীর্থ সাহা। এছাড়া সিনিয়র ক্যাটেগরির ৫৫ কেজি বিভাগে শুভম সাহা, গোবিন্দ আচার্য, বিজয় সাহা; ৬০ কেজি বিভাগে দ্বৈপায়ন দে, ঋষব বাসফোর, শমীক দাস; ৬৫ কেজি বিভাগে জয়দীপ রায়, আশিক দেববর্মা, স্বরাজ গৌড়; ৭০ কেজি বিভাগে শুভঞ্জন দাস, থুইপলাইয়া কাপলাত, সৌরভ পাল; ৭৫ কেজি বিভাগে রাহুল সাহা, কৌশল নাগ, প্রশান্ত সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন।  জুনিয়র ক্যাটেগরিতে ৫৫ কেজি বিভাগে শ্রীকান্ত দাস, জুয়েল দেববর্মা, বিশাল দাস; ৬০ কেজি বিভাগে কিষান জমাতিয়া, প্রীতম দাশগুপ্ত, রাজু দেবনাথ; ৬৫ কেজি বিভাগে রাজীব দত্ত, সুনীল মগ, রাজু দেববর্মা; ৭০ কেজি বিভাগে সুতীর্থ সাহা, অভিজিৎ শর্মা, বর্ণজিৎ ঘোষ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে, শনিবার, প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা ২০২৩ বডিবিল্ডিং এন্ড ম্যান ফিজিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। সারা রাজ্য থেকে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতা মূলতঃ পুরুষ বিভাগের অনুষ্ঠিত হলেও মেয়েদের বিভাগের ক্ষেত্রে হয়েছে প্রদর্শনী মূলক। বলা বাহুল্য, প্রতিযোগিতা ঘিরে আন্তর্জাতিক পুরুষ বডি বিল্ডার আরম্বাম ববি সিং ও জগন্নাথ খুন্তিয়া এবং আন্তর্জাতিক মহিলা বডি বিল্ডার সবিতা বানিয়া সহ আন্তর্জাতিক বিচারক মন্ডলীর একটি দলও এসেছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মেয়র, বিধায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি তনয় কুমার দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।