মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, মায়াবতী উত্তরপ্রদেশের মানুষকে ছট পুজোর শুভেচ্ছাবার্তা

লখনউ, ১৯ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মায়াবতী উত্তরপ্রদেশের মানুষকে ছট পুজোর অভিনন্দন জানিয়েছেন। যোগী আদিত্যনাথ এক্স-এ একটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “সূর্য পুজো ও লোকবিশ্বাসের মহান উৎসব ‘ছট’-এ রাজ্যের সমস্ত ভক্ত ও জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! ভগবান ভাস্কর ও ছাঠি মাইয়া- এর পবিত্র আশীর্বাদে সমগ্র পৃথিবী সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আলোয় আলোকিত হোক এটাই আমার কামনা। জয় ছাঠি মাইয়া!,”। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও রাজ্যের জনগণকে ছট উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।