বিহার জুড়ে ব্যাপক ধুমধাম করে পালিত হল ছট উৎসব

পাটনা, ১৯ নভেম্বর (হি.স.) : বিহার জুড়ে ব্যাপক ধুমধাম ও সমারোহের সঙ্গে পালিত হল ছট। এই উৎসবের অংশ হিসেবে বিহার জুড়ে লক্ষ লক্ষ পুরুষ ও মহিলা রবিবার অস্তগামী সূর্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিহার রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এই উৎসব বর্তমানে বহুদূর পর্যন্ত খ্যাতি অর্জন করেছে। ছট উপলক্ষ্যে মানুষ ৩৬-ঘন্টা উপবাস করে থাকেন। শুধু তাই নয়, তারা কোমর পর্যন্ত গভীর জলে দাঁড়িয়ে সূর্যের পুজো করেন। কেউ কেউ আবার ছাদের উপরে জলে দাঁড়িয়েও এই উপবাস পালন করেন, কিন্তু অনেকে আবার নদী, হ্রদ বা পুকুরের ঘাটে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছন। অনেকে পুজোর সামগ্রী ভর্তি বেতের ঝুঁড়ি কাঁধে নিয়েও নদী, হ্রদ বা পুকুরে যান। খুবই নিষ্ঠার সঙ্গে বিহারবাসী এদিন ছট উৎসব পালন করেন।