নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১৯ নভেম্বর : মোবাইল না পেয়ে অভিমান করে আত্মহত্যা করার পথ বেছে নিল দশম শ্রেণীর ছাত্রী শামীমা বেগম। ঘটনার বিবরণে জানা গেছে, কদমতলা আর ডি ব্লকের অধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা তাজউদ্দিন। তিনি পেশায় দিনমজুর। সারাদিনের কাজ শেষ করে তাজউদ্দিন বাড়িতে গেলে তার কন্যা শামীমা বেগম, তার বাবার কাছে মোবাইল ফোন চায়। কিন্তু বাবা তৎক্ষণাৎ মোবাইল না দেওয়ায় শামীমা রাগ করে গিয়ে ঘরের মধ্যে থাকা তাদের জমির জন্য আনা এলড্রিন খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান হারিয়ে ছটফট করতে থাকে। ঘটনা পরিলক্ষিত হয় হতবাক হয়ে যায় তার পরিবারের সদস্যরা।
তাকে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে শুরু হয় তার চিকিৎসা পরিষেবা। বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শামিমা বেগম।
2023-11-19

