যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার ! ১৯টি গো-সম্পদ সহ আটক ২

ডুয়ার্স, ১৮ নভেম্বর (হি.স.): যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার ! ট্রেন থামিয়ে তল্লাশি হতেই পাওয়া গেল ১৯টি মহিষ। বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যদের অভিযোগের ভিত্তিতে উদয়পুর–গুয়াহাটি সামার স্পেশাল ট্রেন থেকে ১৯টি মহিষ উদ্ধার করা হয় । সেই সঙ্গে দুই দুই জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট স্টেশনে। জানা গিয়েছে বানারহাটের বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যরা খবর পান ০৫৬১৫ উদয়পুর গৌহাটি সামার স্পেশাল ট্রেনে চাপিয়ে বেশ কিছু গোরু ও মহিষ পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্র তারা বানারহাট স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানান। তারা বিষয়টি আলিপুরদুয়ার ডিআরএমের নজরেও আনেন।

এর পরেই রেলের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। উদয়পুর গৌহাটি সামার স্পেশাল এক্সপ্রেস ট্রেনটির বানারহাটে স্টপেজ না থাকা সত্বেও রাতেই ট্রেনটি বানারহাটে কয়েক মিনিট দাঁড়া করার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। ট্রেনটি বানারহাটে থামার পর তল্লাশি চালিয়ে ট্রেনের কোচ থেকে ১৯টি মহিষ উদ্ধার হয়। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ট্রেনের কামরায় গোরু-মহিষ পাচারের বিষয়টি জানা ছিল না বলে দাবি করেছেন ট্রেনের গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *