আগরতলা, ১৮ নভেম্বর: ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে গানের অ্যালবাম করবেন প্রখ্যাত সংগীত শিল্পী কুমার শানু। আজ শনিবার মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শন করে এমনটাই ইচ্ছা প্রকাশ করলেন সংগীত শিল্পী কুমার শানু।
এদিন কুমার শানু সকলের মঙ্গল কামনা করে মায়ের পূজার্চনা করেন।
কুমার শানু বলেন, ত্রিপুরায় আর আগে অনেকবার এসেছি। এবার মা ডেকেছে তাই ত্রিপুরা সফরে আসতে পেরেছি।ত্রিপুরাসুন্দরী মন্দিরে এসে মন শান্ত হয়ে যায়।আজ সন্ধ্যায় জিরানিয়া মন্ডলের উদ্যোগে গান গাইবেন সংগীত শিল্পী কুমার শানু।