করিমগঞ্জ (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক নেশা কারবারি। ধৃত ব্যক্তিকে করিমগঞ্জের নিয়ারগ্রাম এলাকার নিয়াজ উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। শুক্রবার বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়কের চরগোলা এলাকা থেকে অটোরিক্সা সমেত তাকে আটক সদর পুলিশের দল ।
জানা গেছে, কয়েকদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী অভিযান চালাচ্ছে করিমগঞ্জ পুলিশ। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে শুক্রবার বিকালে চরগোলা এলাকায় অভিযানে নামে সদর পুলিশের বিশেষ দল। এর পর চরগোলা আউট পোস্টের কর্মীদের সহযোগিতা নিয়ে বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়ক থেকে ৪৮টি প্যাকেটে ১.৬ কেজি ওজনের ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক সামগ্রী বহনকারী অটো রিকশা।
এর পর বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রী, অটো রিকশা সহ আটক ব্যক্তিকে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদ শেষে নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হাজতে সোপর্দ করা হয়।