মহকুমা ভিত্তিক যুব উৎসব পালিত তেলিয়ামুড়ায় 

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর :  তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত  তিনটি ব্লক ও পুরপরিষদ নিয়ে মহকুমা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়েছে আজ শনিবার।  রাজ্য যুব ও ক্রিয়া দপ্তর এর উদ্যোগে হওয়া  এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপুর পিতা রূপক সরকার, সহ পিতা মধুসূদন রায়, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক ধরণী দাস  সহ অন্যান্যরা। এই যুব উৎসবে তিনটি ব্লক এবং পুর এলাকার থেকে বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে অংশ নেয়।

উদ্বোধক এর বক্তব্য রাখতে গিয়ে পুরো পিতা রূপক সরকার বলেন যুব উৎসব হল আমাদের কৃষ্টি সংস্কৃতির এক ঐতিহ্যের মিলন উৎসব। তিনিযুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান রাখেন। এছাড়া নেশা মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে সকলের প্রতি আশা ব্যক্ত করে।

বলা বাহুল্য জেলাভিত্তিক যুব উৎসব আগামী ২৩ শে নভেম্বর এই চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হবে। উল্লেখ করা যায় যে, মহকুমা ভিত্তিক যুব উৎসব হলেও মহকুমার দুটি ব্লক মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর থেকে কোন ব্লক প্রতিনিধি উৎসবে উপস্থিত হননি। তাছাড়া যাদের উদ্দেশ্যে যুব উৎসব তাদের সংখ্যায় ছিল হাতেগোনা কয়েক জন। ফলের মুখমা ভিত্তিক যুবতী ঘিরে উঠছে নানান প্রশ্ন।