নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আগামী ‘মন কী বাত’-এর বিষয় চেয়ে এই অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক জীবনযাত্রা ভাগ হচ্ছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “এই মাসের #MannKiBaat-এর জন্য প্রচুর সংখ্যক ইনপুট আসছে দেখে আমি আনন্দিত। এটি আগামী ২৬ তারিখে অনুষ্ঠিত হবে। mygov.in/group-issue/in…তে অনুপ্রেরণামূলক জীবনযাত্রা শেয়ার করা এই অনুষ্ঠানের সারমর্ম, প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে। যাঁরা এখনও তাঁদের ইনপুট শেয়ার করেননি তাৎরা MyGov বা NaMo অ্যাপে তা করতে পারেন।”