এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্সরা ২১৫ পদক জয় করে শীর্ষে ভারত, দ্বিতীয় স্থান অধিকার করলেন গৃহবধূ মমতা

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৭ নভেম্বর : ফিলিপিন্সে এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্সরা ২১৫ পদক জয় করে শীর্ষে ভারত। ভারতের প্রতিনিধি হয়ে বিদেশের মাটিতে পোল ভল্টে দ্বিতীয় স্থান অধিকার করেন কাঞ্চনপুরের গৃহবধূ মমতা নাথ।
ইতিহাসের পাতায় নাম তুলে নিল কাঞ্চনপুরের গৃহবধূ মমতা। গৃহবধূকে নিয়ে রাজ্যের মানুষ উৎসাহ উদ্দীপনার শেষ নেই।

গুটি গুটি পায়ে শহর আগরতলা প্রাণকেন্দ্র থেকে খেলার জগতে যাওয়ার মূল লক্ষ্য শুরু করেন মমতা। তারপর থেকেই মমতার জীবনে শুরু হয় একের পর এক বিজয়ী উপহার। আগরতলা, চেন্নাই, কলকাতা সহ ভারতের বেশ কয়েকটি স্থানে খেলায় বিজয়ী হয়ে ৮ইং নভেম্বর কাঞ্চনপুরের বিভিন্ন জায়গা সহ গ্রামবাসীদের সহযোগিতায় সরকারি ও বেসরকারি সাময়িক আর্থিক কিছু সুযোগ-সুবিধা পেয়ে দেড় লক্ষ্য টাকার অধিক বেশি খরচ করে ভারতের প্রতিনিধি হয়ে বিদেশের মাটিতে খেলায় অংশগ্রহণ করেন গৃহবধূ মমতা নাথ।

ভারত ছেড়ে ফিলিপিন্সে পোল ভল্টের খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেন গৃহবধূ মমতা নাথ, কাঞ্চনপুর থেকে গৃহবধূ মমতা নাথ বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উড়ান, সিলভার মেডেল নিয়ে নিজ বাড়িতে ফিরলেন গৃহবধূ মমতা। তিনি ইন্টারন্যাশনাল খেলায় বিজয়ী হয়ে এবার অলিম্পিকে নাম নথিভুক্ত করলেন। ফিলিপিন্সে অনুষ্ঠিত এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নজীর গড়লো ভারত।

১২ ইং নভেম্বর বিবার প্রতিযোগিতার সমাপ্তি হয়। এবছর চিন,জাপান ফিলিপিন্স কে পেছনে ফেলে ২১৫ টি পদক জয় করে শীর্ষস্থানে ভারতের মাস্টার অ্যাথলেটিক্সরা। গৃহবধূ মমতার জয়ে কাঞ্চনপুরের এস এইচ জি গ্রুপের সদস্যরা গৃহবধূ মমতাকে রবীন্দ্রনগরে সংবর্ধনা জানিয়ে কাঞ্চনপুর বাজারের অলিগলি পরিক্রমা করে এস এইচ জি গ্রুপের বিও অফিসে এনে ক্যাগ কেটে সংবর্ধনা জানান।
এক সাক্ষাৎকারে মমতা নাথ জানিয়েছেন সকলের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করতে পেরেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *