আগরতলা, ১৭ নভেম্বর : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্মচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্নিঝড় ‘মিধিলি’-তে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে ঘূর্ণিঝড় “মিধিলি” হয়ে তীব্রতর হয়েছে।
আজ ১৭ নভেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২০.১° এন অক্ষাংশে এবং দ্রাঘিমাংশ ৮৮.৫° এন, পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় ১৯০ কিমি পূর্বে, দিঘা (পশ্চিমবঙ্গ) এর ২০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং খেপুপাড়া (বাংলাদেশ) এর ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ঘূর্ণিঝড়টি অবস্হান করেছে।
মৌসম বিভাগ অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এই নিম্মচাপটি আগামীকাল ৮০ কিলোমিটার গতিবেগে খেপুপাড়ার কাছাকাছি বাংলাদেশের উপকূলে পৌঁছবে।