কলকাতা, ১৬ নভেম্বর, (হি.স.): বৃহস্পতিবার আচমকাই কলকাতায় হাজির হন লালুপ্রসাদ যাদব। সঙ্গী লালুপুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন বলে খবর।
প্রশ্ন উঠেছে, চলতি সফরে তাঁরা মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কি না তা নিয়ে। তবেে, এখনও তা স্পষ্ট নয়। সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তেজস্বী।
লালু ও তেজস্বীকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন অনুগামীরা। ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তাঁরা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা কোনও সাক্ষাৎ করবেন কি না, এই প্রশ্নের উত্তরে তেজস্বী যাদব সাংবাদিকদের জানান, এ বিষয়ে পরে জানানো হবে।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য লালুপ্রসাদ এবং তেজস্বী। সেই জোটেরই অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে গিয়ে রীতিমতো লালুর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন তৃণমূলনেত্রী। নীতীশ কুমারের সঙ্গে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন তেজস্বী। এবার কি আরজেডি প্রধান কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন? সেটাই এখন বড় প্রশ্ন।