কংগ্রেস শুধুমাত্র একটি বিষয়ই জানে, আর তা হল দুর্নীতি : জে পি নাড্ডা


দৌসা, ১৬ নভেম্বর (হি.স.): কংগ্রেস শুধুমাত্র একটি বিষয়ই জানে, আর তা হল দুর্নীতি। কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাজস্থানের দৌসা জেলার মহুয়া বিধানসভা এলাকায় আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, “কংগ্রেস মানেই দুর্নীতি, অপপ্রচার, ব্যভিচার, আপনাদের অধিকার হরণ, পরিবারতান্ত্রিক রাজনীতি, স্বজনপ্রীতি। যেখানে বিজেপি মানে উন্নয়ন, অগ্রগতি, জনগণের স্বার্থে কাজ করা সরকার, নারী, কৃষক এবং যুবকদের অধিকার প্রদান এবং রাজস্থানকে একটি উন্নত রাজ্য হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া।”

নাড্ডা আরও বলেছেন, “কংগ্রেস অন্ধকার আনে। যেখানে বিজেপি আপনাকে সৌভাগ্য যোজনা এবং উজ্জ্বলা যোজনার মাধ্যমে অন্ধকার থেকে মুক্ত করে।” নাড্ডার কথায়, “কংগ্রেস আপনাদের দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। একই সময়ে প্রধানমন্ত্রী মোদীজি প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করেন এবং ১৩.৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *