বাস ও ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ১৬ নভেম্বর: ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১১ জন যাত্রী। দুই যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তাঁরা। আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে এবং বাকিদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছে  দমকলবাহিনী। ওই সময় খুমুলুঙ থেকে খোয়াই দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা। দূর্ঘটনায় আহতদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে  দিয়েছেন তিনি।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে বড়মুড়া পাহাড়ে বাঁক নিতে গিয়ে ম্যাক্স গাড়ি ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ম্যাক্স গাড়িতে থাকা কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন। ওই সময় খুমুলুঙ থেকে খোয়াই দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা। সাথে সাথে তিনি এম্বুলেন্স ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের মধ্যে  ৮ জনকে জিরানিয়া হাসপাতালে এবং বাকীদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছেন।জিরানিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৮ জনের অবস্হা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্হানান্তর করেছেন।