ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। পশ্চিম জেলা আসর ১৭ নভেম্বর। আন্ত স্কুল খো খো প্রতিযোগিতার। অনূর্ধ্ব -১৭ বিভাগের। বালক এবং বালিকাদের। রাণীরবাজার স্কুল মাঠে হবে আসর। তাতে সদর মহকুমার পাশাপাশি জিরানীয়া এবং মোহনপুর মহকুমার খেলোয়াড়রাও অংশ নেবে। ওই আসর থেকে বাছাই করা হবে রাজ্য আসরের জন্য পশ্চিম জেলার দল। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বনিক এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। যথা সময়ে তিন মহকুমার খেলোয়ারদের নির্দিষ্ট মাঠে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হয়েছে।
2023-11-15