আগরতলা, ১৫ নভেম্বর: বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক দপ্তর। আজ জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। আগামী একমাস ব্যাপী ওই অভিযান চলবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।
ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত এলাকা নো পাকিং জোন রাখা হয়েছে। কিন্তু দেখা গেছে জিবি বাজারে একাধিক যানবাহন নো পাকিং জোনে রাখা হয়। তার ফলে এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। মূলত জিবি বাজারকে যানজট মুক্ত করতে আকজের এই অভিযান বলে জানান তিনি।
এদিন তিনি আরও জানিয়েছেন, জিবি বাজারের দোকানদাররা নিজ দোকানের সম্মুখে যানবাহন দাঁড় করে রাখেন। তা দেখে বিক্রেতারও যানবাহন দাঁড় করিয়ে রাখে। তাই জিবি বাজারের দোকানদার থেকে শুরু করে সাধারণ জনগণকে নো পাকিং জোনে যানবাহন রাখতে নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের তরফ থেকে সর্তক করানো হয়েছে তাঁদের। যদি কেউ এলাকায় আইন লঙ্ঘন করার চেষ্টা করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি।