সামসী, ১৫ নভেম্বর (হি. স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার রতুয়ার এক যুবকের। মৃতের নাম আজিজুর রহমান (৩০)। বাড়ি রতুয়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননগর (মধ্য পাড়া) গ্রামে। মঙ্গলবার বিকেলে টাওয়ার থেকে পড়ে আজিজুরের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। বৃহস্পতিবার কাঞ্চননগর গ্রামে তাঁর দেহ এসে পৌঁছোনোর কথা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গ্রামজুড়ে।
মৃতের বাবা আব্দুল কাদির জানিয়েছেন, আজিজুর তাঁর সেজো ছেলে। আজিজুরের স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে। সেজো ছেলেই সংসার খরচ চালাতেন। এলাকায় কোনও কাজ না পেয়ে সপ্তাহ দুয়েক আগে দিল্লিতে টাওয়ারের কাজে গিয়েছিলেন আজিজুর। মঙ্গলবার সন্ধ্যায় ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারেন, কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাওয়ার থেকে পড়ে যান আজিজুর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেখানে ময়নাতদন্তের পর বুধবার দুপুরে আজিজুরের কফিনবন্দি দেহ মালদার উদ্দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার কাঞ্চননগর গ্রামে তাঁর দেহ এসে পৌঁছোনোর কথা। মৃত আজিজুরের স্ত্রীর জন্য বিধবাভাতা ও বিডিওকে বলে আবাস যোজনা প্রকল্পে একটি পাকা ঘর দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করার আশ্বাস দিয়েছেন রতুয়া পঞ্চায়েত প্রধান শেখ আবু সায়েব বিলু।