নিজস্ব প্রতিনিধিঃ, সোনামুড়া, ১৫ নভেম্বর : বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে চুরিকান্ড সংঘটিত হয়েছে সোনামুড়া থানাধীন বটতলী এলাকায়। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকার খোয়া গেছে বলেছেন জানিয়েছেন বাড়ির মালিক।
নেশাগ্রস্থরা নেশার অর্থের জোগানের জন্য এলাকা জুড়ে চুরি কাণ্ডে লিপ্ত হচ্ছে প্রতিদিন। তাদের কারনে নিরপত্তাহীনতায় ভুগছে সোনামুড়া থানাধীন বটতলী এলাকার বাসিন্দারা। এবার চুরির ঘটনায় নেশাগ্রস্থদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য সুর চরালেন এলাকাবাসীরা।
জানা যায় বাড়ির পাশে কালীপুজোর অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন সোনামুড়া থানাধীন বটতলী এলাকার বাসিন্দা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী মঞ্জু সূত্রধর ও তার কন্যা। আর ফাঁকা বাড়ি পেয়ে ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোরেরা। এই চুরিকাণ্ডে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি যায় বলে দাবি করেছেন মঞ্জু সূত্রধর।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন সোনামুড়া থানার পুলিশ । নেশাখোরেরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।তবে চুরির ঘটনা বৃদ্ধিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ এলাকায় নেশা কারবারী ও চোরের দৌরাত্ম্য বৃদ্ধি পেলেও পুলিশ নিশ্চুপ। অবিলম্বে এলাকায় অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।