ফিলিপাইন্স সফর শেষে অ্যাথলেটরা শহরে ফিরছেন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। ফিলিপাইন্স সফরে শেষে সাফল্য অর্জনকারী মাস্টার্স অ্যাথলেটরা আগরতলায় ফিরছেন। আজ, মঙ্গলবার সাতজন অ্যাথলেট আগরতলায় পৌঁছলেও অবশিষ্ট চার জন ফিরছেন আগামীকাল। ফিলিপাইন্সে নিউ ক্লার্ক সিটিতে ২২ তম মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ১১ সদস্যের ত্রিপুরা দল গত পাঁচ নভেম্বর আগরতলা ত্যাগ করেছিল। ফিলিপাইন্সে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে ত্রিপুরা দলের অ্যাথলেটরা প্রত্যাশিতভাবেই প্রথম দিন থেকেই পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের পতাকা উড়িয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে সাফল্য অর্জনকারী সাতজন নারায়ণ ঘোষ, দেবী রানী দাস, লাকি রায়, মিতালী দেবনাথ, জবা পাল দত্ত, কবিতা দাস, শেফালী বর্ধন আজ, মঙ্গলবার আগরতলায় পৌঁছুলে ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন স্বপন সাহা, নিখিল সাহা, প্রিয় লাল সাহা, আশিস পাল, চন্দন চক্রবর্তী, গোপাল সাহা, অমিতা দাস, দিলীপ দাস ও অন্যান্য অ্যাথলেটরা। ‌ আগামীকাল চার জন অ্যাথলেট তপন শীল, বিপ্লব মজুমদার, অর্চনা বনিক ও মমতা নাথ আগরতলায় পৌছুলে ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *