উত্তরকাশি, ১৪ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে তৃতীয় দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। উত্তরকাশির জেলাশাসক অভিষেক রুহেলা বলেছেন, “সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের পাইপ করে খাবার এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।” সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য অনুভূমিক ড্রিলিং করার জন্য আউগার মেশিনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রস্তুত করেছেন আধিকারিকরা।
গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। মঙ্গলবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়। পাবলিক রিলেশন অফিসার জি এল নাথ বলেছেন, “আশা করছি খুব শীঘ্রই আমরা টানেলের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধার করতে পারব। আমি স্থানীয় নেতা এবং অন্যদের এখানে না আসার জন্য অনুরোধ করব, কারণ এটি উদ্ধার অভিযানে আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করছে।” এদিকে, উত্তরকাশি টানেল দুর্ঘটনার তদন্তের জন্য ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উত্তরাখণ্ড সরকার। এই কমিটিই সুড়ঙ্গ ভেঙে পড়ার কারণ তদন্ত করে দেখবে।