তিরুবনন্তপুরম, ১৪ নভেম্বর (হি.স.) : শিশু দিবসে প্যালেস্টাইনের শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
মঙ্গলবার ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শিশুদের অধিকার রক্ষার জন্য সরকারের দায়িত্বের উপর জোর দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনের শিশুদের দুর্দশা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনকে স্মরণ করে শিশু দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট করেন কেরলের মুখ্যমন্ত্রী। পোস্টের মাধ্যমে যুদ্ধের মধ্যে প্যালেস্টাইনের শিশুদের যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়টি তিনি এদিন তুলে ধরেন। তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের পুনর্বাসনের সুবিধার্থে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান।