কাটছে না ডেঙ্গির প্রকোপ, মৃত আরও ১

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): ক্রমশ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। সোমবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ গেল আরও একজনের। বেশ কিছুদিন ধরেই জ্বর-সহ ডেঙ্গির একাধিক উপসর্গ ছিল মৃতে।

জানা গিয়েছে, মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গির একাধিক উপসর্গও ছিল তাঁর। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।

১২ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার গভীর রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ে। গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গি। জেলার পাশাপাশি শহর কলকাতার বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসায় অনেকেই যেমন সু্স্থ হয়ে উঠছেন তেমনই মৃত্যুর ঘটনাও ঘটছে।

প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সব রকম চেষ্টা হচ্ছে। আমজনতাকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে ছেটানো হচ্ছে। তা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *