নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর : স্বামীর হাতে ওষুধ খেয়ে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিধাই থানার অন্তর্গত মতায়পাড়ায়। জানা যায়, সায়মা দেববর্মার পেট ব্যথা অনুভব করায় তার স্বামী অমিত দেববর্মা স্ত্রীকে ওষুধ পান করায়। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সায়মা। তাতেই বাঁধে বিপত্তি।
গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ তার স্বামী তাকে ওষুধের জায়গায় অন্য কিছু খাইয়েছে। যার কারনেই মৃত্যু ঘটেছে ওই গৃহবধূর। সায়মা ও অমিতের ২ বছরের এক সন্তান রয়েছে। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের আরো অভিযোগ, প্রতিদিন স্বামীর হাতে নির্যাতনের শিকার হতেন ওই গৃহবধূ বলে অভিযোগ। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা।