ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। উদ্বোধনী ম্যাচে এ ডি নগর জুনিয়র কোচিং সেন্টার খেলবে আগরতলা ভলিবল ক্লাবের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ৯ টায় শুরু হবে ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনে ভলিবল মাঠে। আগরতলা ভলিবল ক্লাব আয়োজিত একদিবসীয় আসরে। ‘নেশা মুক্তি অভিযান’-এর অঙ্গ হিসাবে ওই আসরের উদ্যোগ। আসরে অংশ নিয়েছে ১৫ টি দল। এদিন বিকেলেই হবে ফাইনাল ম্যাচ। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন এখবর জানিয়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
2023-11-14

