ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। আগামী ১৬ নভেম্বর থেকে সিনিয়র মহিলাদের শিবির পুনরায় শুরু হচ্ছে। এবার বিসিসিআই আয়োজিত একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য। শিবিরে ফের ২০ জনকে ডাকা হয়েছে। খেলোয়াড়রা রিপোর্ট করবে ১৬ নভেম্বর বিকেল চারটায়। বিসিসিআই আয়োজিত আসন্ন জাতীয় মহিলা একদিনের সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২৪ এর জন্য ত্রিপুরা দলের প্রস্তুতি চলবে। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত রাজ্য দল গঠন করা হবে। এই ফিটনেস ক্যাম্পের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে ২০ সদস্য বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। সিনিয়র মহিলা বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, রিজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, সুইটি সিনহা, ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, অন্বেষা দাস, হেনা হটচান্দিনী, রেশমা নায়েক, সুরভী রায়, সুপ্রিয়া দাস, পূজা দাস, সুলক্ষণা রায়, রুম্পা সিং ও ঝুমকি দেবনাথ। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ট্রেনার সুখেন্দু দে, ফিজিও পাপিয়া দেবনাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১৬ নভেম্বর বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
2023-11-14

