ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। গার্লস ক্রিকেটারদের ত্রিপুরা দল প্রস্তুত। আগামীকাল-ই রাজ্য দল রওনা হচ্ছে ছত্তিশগড়ের উদ্দেশ্যে। জাতীয় আসরে সবচেয়ে ক্ষুদে ক্রিকেটারদের টুর্নামেন্ট। অনূর্ধ্ব ১৫ জাতীয় গার্লস ক্রিকেট। রাজ্য দল সম্পূর্ণ প্রস্তুত। পারমিতার নেতৃত্বাধীন ২০ সদস্যের রাজ্য দলের অনেকেই প্রথমবারের মতো জাতীয় আসরে অংশ নিতে যাচ্ছে। ডেপুটি সায়ন্তিকা নমঃ দাস। শিবিরে ডাক পাওয়া ২৬ জন ক্রিকেটার থেকে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ জাতীয় গার্লস ক্রিকেটের জন্য ত্রিপুরা দল ১০ নভেম্বর শুক্রবার চূড়ান্ত করা হয়েছে। এই রাজ্য দল মূলতঃ টুর্নামেন্টের গ্রুপ লীগের পুরো পাঁচটি ম্যাচ-ই খেলবে। ১৭ নভেম্বর থেকে আসর শুরু করবে ত্রিপুরা। ছত্তিশগড়ের ভিলাইতে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ আয়োজক মধ্যপ্রদেশ। ১৯ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ সৌরাষ্ট্র। তৃতীয় ম্যাচ ২১ নভেম্বর উত্তরাখণ্ডের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ কেরালার বিরুদ্ধে ২৩ নভেম্বর। গ্রুপ লীগের পঞ্চম তথা অন্তিম ম্যাচ ২৫ নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে। আগামীকাল রওয়ানা দিতে প্রস্তুত রাজ্য দলের ক্রিকেটাররা হলো : পারমিতা চক্রবর্তী (অধিনায়ক) সায়ন্তিকা নমঃ দাস (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক) পূর্ণিমা দেবনাথ, মিষ্টু মালাকার, মধুমিতা সরকার, দীপা নমঃ দাস, অমৃতা দাস, দীপিকা পাল, অসীমা সরকার, অঙ্কিতা তাঁতি উড়িয়া, রুমা সরকার (উইকেট রক্ষক), নন্দিতা দাস, রিয়া সরকার, রেবিকা নোয়াতিয়া, ইন্দ্রা বড়ুয়া, পল্লবী মাগর, পায়েল ত্রিপুরা, সুস্মিতা তেলী, দিয়া দাস, চন্দ্রা দেব। সাপোর্ট স্টাফ সৌমিত্র গোপ ম্যানেজার কাম অবজারভার, সুমন দেবনাথ লজিস্টিক ম্যানেজার, নারায়ণ চন্দ্র দেব কোচ, অনুপ কুমার দাস কোচ, হিরালী দেববর্মা ফিজিও, অচিন্ত্য চক্রবর্তী ট্রেনার। নির্বাচিত খেলোয়ার সহ সংশ্লিষ্ট সকলে আজ, সোমবার যথারীতি এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করেছে।
2023-11-13