ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। মহারাষ্ট্রের জলগাঁও-য়ে এবছর অনুষ্ঠিত হবে জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতা। ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। বালক এবং বালিকা বিভাগে। ওই আসরে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দলের দুদিনব্যাপী নির্বাচনী শিবির শুরু ২৫ নভেম্বর। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর।রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। ২০০৮ সালে ১ জানুয়ারির পর জন্ম দাবাড়ুরা অংশ নিতে পারবে রাজ্য আসর। অংশ নিতে দাবাড়ুদের ৫০০ টাকা এন্ট্রি ফি সহ ২৪ নভেম্বরের মধ্যে এন্ট্রি জমা দিতে বলা হয়েছে। খেলা হবে ৬ রাউন্ডের। ২৫ নভেম্বর সকাল ১০ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।
2023-11-13

