আলোর উৎসবে শোকের ছায়া, পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : পশ্চিম জেলার জিরানিয়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতিও। ঘটনাটি ঘটেছে জিরানিয়া থানা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, স্কুটি নিয়ে এক দম্পতি জিরানিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। অপরদিক থেকে একটি মোটর বাইকে করে দুইজন যুবক আসছিল। তখনই পথে স্কুটি ও বাইকের সংঘর্ষ ঘটে। জানা গেছে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বামী- স্ত্রীর। মৃত স্বামীর নাম মরণ রায়। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জিবিতে আনার পর দম্পতি সহ অপর বাইকের আরোহী বিশ্বজিৎ দেবনাথকে মৃত বলে ঘোষণা করা হয়। আরেক আহত যুবক জিবিতে চিকিৎসাধীন।

আলোর উৎসবের মাঝে দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রবিবার তিনজনের ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *