নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর সোমবার হায়দরাবাদের একটি আবাসিক ভবনে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। দুজনই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
রাষ্ট্রপতি এক্স-এ পোস্ট করে লেখেন, “হায়দ্রাবাদের একটি আবাসনের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রাণহানির ঘটনায় দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক্স-এ পোস্ট করে লেখেন, “হায়দরাবাদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকাহত। শোকের এই মুহূর্তে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

