নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর : দীপাবলির সকাল থেকেই উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। একান্ন পীঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলির দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় কল্যাণ সাগরের তীরে গঙ্গা আরতিতে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।
পরে দেওয়ালি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কল্যাণ সাগরের কোণে অবস্থিত ধন্য মানিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।
শুধু ত্রিপুরেশ্বরী মন্দিরে নয় রাজধানীর আগরতলা শহরের ইন্দ্রনগর কালীবাড়ি সহ রাজ্যের সর্বত্রই দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ পূজা অর্চনা ও মেলার আয়োজন করা হয়। দীপাবলির উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ধর্মপ্রাণ মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। প্রতিটি বাড়ি ঘরে মোমবাতি জ্বালানো সহ বাজিয়ে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করেন প্রত্যেকেই। তবে পরিবেশ বিজ্ঞানীদের আহবানে সাড়া দিয়ে এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক কম পরিমাণে শব্দবাজি ফাটানো হয়। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এটি খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।