হাওড়া, ১০ নভেম্বর (হি.স.) : হাওড়ায় একটি জুটমিলের ছাদ ধসে পড়েছে। বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে হাওড়া জেলার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসরিতে অবস্থিত হনুমান জুট মিলের ছাদ ধসে পড়ে। সকাল ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো নিহতের খবর নেই।
জানা গেছে, রাতের শিফট শেষে শ্রমিকরা তাদের সকালের শিফটের সহকর্মীদের হাতে কাজ হস্তান্তর করে চলে যাওয়ার সময় বিকট শব্দে ছাদ ধসে পড়ে। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। খবর দেওয়া হয় দমকলে। বালি ও লিলুয়া থানার পুলিশও পৌঁছেছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠিও ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় লোকজনদের সহায়তায় শ্রমিকদের সরিয়ে নিয়ে যাচ্ছে দমকল কর্মী ও পুলিশ আধিকারিকরা। তাদের চিকিৎসার জন্য হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে তা জানা যায়নি।
পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, বহু শ্রমিক ধ্বংসস্তূপে আটকে আছে। জেসিবি মেশিন নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কতজন আহত হয়েছেন তা পরে জানা যাবে।
শ্রমিকদের অভিযোগ, মিল ব্যবস্থাপনা কখনোই শ্রমিকদের জীবনের কথা চিন্তা করে না। পুরোনো ভবনেই নতুন নির্মাণের কাজ চলছিল এবং তা নিয়ে আপত্তি তোলা হলেও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে কোনো শ্রমিক এর বিরোধিতা করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জুটমিলের বিল্ডিং অনেক পুরনো, রক্ষণাবেক্ষণও হয় না সেভাবে। তার ওপর পুরনো অংশের ওপরেই নতুন নির্মাণ করা হচ্ছে। সেই ভার নিতে না পেরেই এভাবে ভেঙে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

