৩৭০ ধারা অপসারণে সন্ত্রাসবাদ কমেছে : অমিত শাহ

দেহরাদূন, ১০ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর সন্ত্রাসবাদী কার্যকলাপ কমেছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ৬২-তম উত্থাপন দিবস উদযাপনে ভাষণ দেন অমিত শাহ, বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সেনাদের সেবা ও ত্যাগ অমূল্য।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর সন্ত্রাসবাদী কার্যকলাপ কমেছে। শুক্রবার সীমান্ত গেটে আইটিবিপি-র ৬২-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বীর জওয়ানদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার কুচকাওয়াজ পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইটিবিপি-র প্রতিষ্ঠা দিবসে ভাইব্রেন্ট গ্রাম, রাজ্যের জনগণ এবং বীর জওয়ানদের অভিনন্দন জানান। অমিত শাহ বলেন, দেশের বীর সেনাদের কারণে আজ আমরা শান্তিতে ঘুমোচ্ছি। দেশের দুর্গম এলাকায় সীমানা সুরক্ষিত করতে মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেও নিজেদের কর্তব্যে অটল থাকেন সেনারা। দীপাবলিতে এই বীর সৈন্যদের নামে একটি প্রদীপ জ্বালানোর আবেদন জানান অমিত শাহ।
সৈন্যদের উৎসাহ দিয়ে অমিত শাহ বলেন, দেশের নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তা করুন, ভারত সরকার আপনাদের পরিবারের কথা চিন্তা করবে। অমিত শাহ আরও বলেন, সৈন্যদের দাবি অনুযায়ী বিমান ও রেলপথে কোটা নির্ধারণ করা হয়েছে। মোদী সরকার সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে কাজ করছে। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে সরকার। সীমান্ত উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশ নিরাপদ থাকলেই আমরা সবাই নিরাপদ থাকব। ২০১৪ সালের আগে, এই খাতে ৪০০০ কোটি টাকা বরাদ্দ ছিল, আজ ২০২২-২৩ সালের বাজেটে ১২৩৪০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আগের থেকে তিনগুণ বেড়েছে। ৩৫০টিরও বেশি সেতু ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে সম্পূর্ণ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পরে, সন্ত্রাসবাদ হ্রাস পেয়েছে এবং সেখানকার পুলিশও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এরফলে সেখানে মৃত্যুর হার এখন ৭২ শতাংশ কমেছে। উত্তর-পূর্বে মৃত্যুর হারও ৬৫ শতাংশ কমেছে। নিরাপত্তার প্রয়োজনে সরকার একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। অমিত শাহ আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। ভারত সরকার এই পরিকল্পনা নিয়ে কাজ করছে যাতে ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের প্রতিটি ক্ষেত্রে প্রথম থাকে। আমাদের ভারতকে এমন করে তুলতে হবে যাতে এটি বিশ্বে নেতৃত্ব দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, আইটিবিপি মহাপরিচালক অনীশ দয়াল সিং সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *