দীপাবলি উপলক্ষ্যে রেল যাত্রীদের সুবিধার্থে চালানো হবে পাঁচটি উৎসব স্পেশাল ট্রেন

মুরাদাবাদ, ১০ নভেম্বর (হি.স.) : দীপাবলি উপলক্ষ্যে রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ৫টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো হবে। উত্তর রেলওয়ের মুরাদাবাদ রেলওয়ে বিভাগের বর্ষীয়ান ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুধীর সিং একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আসন্ন উৎসবকে সামনে রেখে রেল যাত্রীদের সুবিধার্থে পাঁচটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বর্ষীয়ান ডিসিএম সুধীর সিং আরও জানিয়েছেন, ট্রেন নম্বর ০৪০০৬ /০৪০০৪ দিল্লি-জয়নগর-দিল্লি সংরক্ষিত বিশেষ ট্রেন ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ট্রেন নম্বর ০৯১২৯ /০৯১৩০ ভাদোদরা-হরিদ্বার-ভাদোদরা সুপারফাস্ট বিশেষ সংরক্ষিত ট্রেন চলবে। ট্রেন নম্বর ০৯১২৯ প্রতি শনিবার ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে তিনটি ট্রিপ চালাবে৷ ট্রেন নম্বর ০৯১৩০, ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার তিনটি ট্রিপ চলবে। ট্রেন নম্বর ০৪০১৮ /০৪০১৭ নিউ দিল্লি-বাপুধাম মোতিহারি-নয়া দিল্লি সংরক্ষিত ফেস্টিভাল স্পেশাল এক্সপ্রেস ১৮ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে চলবে এবং প্রতিটি চারটি ট্রিপ করবে। ট্রেন নম্বর ০৪০১৬ /০৪০১৫ নিউ দিল্লি-বনমানখি-নিউ দিল্লি সংরক্ষিত ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস ৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে৷ প্রতিটি ট্রেন সাতটি রাউন্ড চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *