অনূর্ধ্ব-‌২৩ ক্রিকেটের শেষ ম্যাচে ত্রিপুরাকে হারিয়ে অপরাজেয় মুম্বাই

ত্রিপুরা-‌১০৪(২৯.৫)

মুম্বাই-‌১০৬/‌২(১৫.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। মুম্বাইয়ে ধরাশায়ী ত্রিপুরা। মরশুমে জঘন্য পারফরম্যান্স করলেন ত্রিপুরার ক্রিকেটাররা। বুঝিয়ে দিলেন ৫০ ওভার ব্যাট করার ক্ষমতা নেই আনন্দ ভৌমিকদের। প্রায় প্রতি ম্যাচেই নির্ধারিত ওভারে উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি সেন্টু সরকার-‌রা। বৃহস্পতিবার মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট করলেন মাত্র ২৯.‌৫ ওভার। গুটিয়ে গেলো ১০৪ রানে। শুধু ব্যাটসম্যান-‌রা নন, এদিন বোলাররাও জঘন্য বল করেচেন। ত্রিপুরার গড়া রান অতিক্রম করতে মুম্বাইয়ের লেগেছে ১৫.‌৪ ওভার। সুলতানপুরের গুরগ্রাম ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই জয়লাভ করে ৮ উইকেটে। গ্রুপে ৬ ম্যাচ কেলে সবকটিতে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেলো মুম্বাই। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজয় নিশ্চিত, তা আগেই জানা ছিলো। দেখার ছিলো কতটা লড়াই ছুড়ে দিতে পারে। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা মাত্র ১০৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার ঋতুরাজ ঘোষ রায় ৬৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, ইন্দ্রজিৎ দেবনাথ ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪, সেন্টু সরকার ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং শচীন শর্মা ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। মুম্বাইয়ের পক্ষে অথর্ব বিনোদ আনকোলকর ২৫ রান দিয়ে ৪ টি এবং রাকেশ সর্দার ২০ রান দিয়ে ৩ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে মুম্বাই ১৫.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দিব্যাংশ ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং অথর্ব বিনোদ আনকোলকর ১১বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে অংক্রিশ রঘুবংশী ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ ১১ রান দিয়ে এবং অমিত আলি ৩৬ রান দিয়ে ১ টি করে উইকেট পেয়েছেন। গ্রুপের অপর খেলায় উড়িষ্যা ৩ উইকেটে গোয়াকে এবং গুজরাট ৭ উইকেটে মনিপুরকে পরাজিত করেছে।