শত বছর পুরাতন কবরস্থান দখল মুক্ত করার দাবিতে ওয়াকফ বোর্ড ঘেরাও এলাকাবাসীর 

।।তানিয়া চক্রবর্তী ।।

আগরতলা, ৯ নভেম্বর: শত বছর পুরাতন কবরস্থান দখল মুক্ত করার দাবিতে ওয়াকফ বোর্ড ঘেরাও করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধান করে কবরস্হানকে নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হোক। তাঁদের দাবি পূরন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

জনৈক এলাকাবাসীর অভিযোগ, ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রম নগর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য চম্পামুড়া কবরস্থান ১০০ বছর পুরনো। কিন্তু সম্প্রতি আচমকাই কবরস্হানে কালীমন্দির গড়ে তোলার কাজ শুরু করেছেন কয়েকজন লোক। তাঁদের আরও অভিযোগ, এবিষয়ে একাধিক বার ওয়াকফ বোর্ডে আসলেও  সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই আজ কবরস্থান দখল মুক্ত করার দাবিতে ওয়াকফ বোর্ড ঘেরাও করেছেন এলাকাবাসী। পরর্বতী সময়ে তাঁদের এক প্রতিনিধি দল ওয়াকফ বোর্ডে ডেপুটেশন প্রদান করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *