আজমের, ৮ নভেম্বর (হি.স.) : ভারতে এখন মহিলারা সমান সম্মান পাচ্ছেন বলে মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি বলেন, ভারতে মহিলারা এখন শ্রদ্ধেয়। বুধবার রাজস্থানের আজমেরের মেয়ো কলেজ গার্লস স্কুলের ৩৫তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জগদীপ ধনকর একথা বলেন।
তিনি আরও বলেন, ভারতে মহিলাদের সমান সম্মান দেওয়া হয়। মহিলারা যখন ৩৩ শতাংশ সংরক্ষণ পেয়েছে, তখন দেশ চাঁদে পৌঁছে পতাকা স্থাপন করেছে। দেশে শিক্ষায় প্রত্যাশিত পরিবর্তন আগামী দিনে ভারতকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেবে। বুধবার দুপুর ১২টা নাগাদ বিশেষ বিমানে করে আজমেরে পৌঁছন উপরাষ্ট্রপতি। কিষাণগড় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানায় জেলা পুলিশ প্রশাসন। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ প্রসঙ্গে উপরাষ্ট্রপতি বলেন, এখন দেশে মহিলারা সমান সম্মান পেতে শুরু করেছে। তিনি এদিন ছাভি রাজাওয়াতের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বুঝিয়েছেন। তিনি বলেন, মহিলারা এখন আমলাতন্ত্র, রাজনীতি ও সামরিক বাহিনীতে প্রবেশ করছে। এখন সময় বদলেছে। ভারতের চন্দ্রযান মিশন সফল হয়েছে। দেশের শিক্ষানীতি জোরদার করা হয়েছে। উপ-রাষ্ট্রপতি এখানে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন। এই পুরস্কার ছাত্রীদের উৎসাহ বাড়িয়েছে।
এদিন বিভিন্ন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপরাষ্ট্রপতি উপভোগ করেন এবং পড়ুয়াদের অভিনয়ের প্রশংসাও করেন। উপরাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলা পুলিশের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলো বিশেষ ব্যবস্থার আয়োজন করেছিল। স্কুলের আশেপাশে সব জায়গায় পুলিশ ও নিরাপত্তা সংস্থা মোতায়েন করা হয়েছিল। তল্লাশি না করে কাউকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। অনুষ্ঠানে মেয়ো কলেজ গার্লস স্কুলের কমিটির প্রাক্তন মহারাজ গজ সিং স্কুল সম্পর্কে বিস্তারিত জানান। তিনি উপরাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যক্ষ সুপ্রীত বক্সীও এদিন বক্তব্য রাখেন।