আজ মধ্যপ্রদেশে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন স্মৃতি ইরানি

ভোপাল, ৮ নভেম্বর (হি.স.) বুধবার মধ্যপ্রদেশে নির্বাচনী সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি ছিন্দওয়াড়া, কাটনি, জবলপুর এবং ভোপাল জেলায় বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারের অংশ গ্রহণ করবেন।
রাজ্য বিজেপির প্রচারমাধ্যমের প্রধান আশিস আগরওয়াল জানিয়েছেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্মৃতি ইরানি দুপুর ১টায় ছিন্দওয়াড়া জেলার চৌরাই বিধানসভায়, বেলা ৩টায় কাটনি জেলার বিজয়রাঘবগড় বিধানসভার বারহি, বিকেল ৫টায় জবলপুর জেলার কেন্ট বিধানসভার বাদাপাত্তর ও রাত ৮টায় ভোপাল জেলার নরেলা বিধানসভার করন্দে নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভাষণ দেবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *