মুম্বই, ৮ নভেম্বর(হি.স.): ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দীর্ঘদিনই ধরে রেখেছিলেন বাবর আজম। তবে ভারতের ওপেনার শুভমান গিল দারুণ পারফরম্যান্স করে তাকে ধাওয়া করছিল। গিল এবার ছাড়িয়েই গেলেন বাবরকে। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন শুভমান গিল।
৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন গিল। ৮২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাবর। তিনে রয়েছেন কুইন্টন ডি কক। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ থেকে চারে উঠে এসেছেন বিরাট কোহলি। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৭০। তিনে থাকা ডি ককের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। পাঁচে আছেন ডেভিড ওয়ার্নার।
এরপর সেরা দশে আছেন যথাক্রমে রোহিত শর্মা, রাসি ফন ডার ডুসেন, হ্যারি ট্যাক্টর, হেইনরিখ ক্লাসেন ও দাউইদ মালান।