তিরুবনন্তপুরম, ৮ নভেম্বর (হি. স.) : সাফল্য কেরল পুলিশের । মঙ্গলবার রাতে ওয়েনাড় জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের পর দুই সশস্ত্র মাওবাদীকে গ্রেফতার করতে সক্ষম হয় কেরল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কেরল পুলিশের এসওজি এবং থান্ডারবোল্ট স্কোয়াড ওয়েনাড় জেলার থালাপূজা অঞ্চলে অভিযান চালায়। বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে পাঁচ মাওবাদী। ৩০ মিনিট ধরে গুলির লড়াই চলে। বাহিনীর সদস্যরা সশস্ত্র দুজন মাওবাদীকে ধরে ফেলেন। ধৃতদের নাম চন্দ্রু এবং উন্নিমায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
2023-11-08

