লখনউ, ৭ নভেম্বর (হি.স.) : রামলালার মূর্তি অযোধ্যায় বসানোর আগে ৯ নভেম্বর যোগী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে এই বৈঠকে অযোধ্যা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে যোগী সরকারের মন্ত্রীদের বৈঠকে ৯ নভেম্বরের বৈঠকের ব্যাপারে জানানো হয়েছে।
২২ জানুয়ারি অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহে রামলালা স্থাপনের জন্য একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষাপটে যোগী মন্ত্রিসভার এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যোগী সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে অযোধ্যা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন হতে পারে। আলোর উৎসবের আগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবার অযোধ্যায় দীপাবলি উপলক্ষে ২১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে চলেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই অযোধ্যার উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন। একটা সময় ছিল যখন রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষ করে ক্ষমতায় থাকা লোকেরা অযোধ্যায় যেতে চাইতো না। মুখ্যমন্ত্রী যোগী বারংবার অযোধ্যা সফর করেছেন। শুধু তাইই নয় তিনি জেলার উন্নয়নের জন্য হাজার কোটি টাকার প্রকল্পও উপহার দিয়েছেন।