কলম্বো, ৭ নভেম্বর(হি.স.): ম্যাথিউজের আউট বিতর্কের মাঝেই আবার ক্ষমতায় ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলংকার আদালত জানিয়ে দিয়েছে, আপাতত দুসপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকরাই। তারপর এই মামলার শুনানি হবে আদালতে। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজ দেখাশোনা করবেন প্রাক্তন কর্তারাই।
উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ৫৫ রানে হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে।
ক্রীড়ামন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল।
১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তার পর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হবে।