নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কর্ণাটকের প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন মন্ত্রী ডিবি চান্দ্রগৌড়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার ভোরে চান্দ্রগৌড়ার বাসভবন মুদিগেরে তালুকের দারদহল্লিতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে লিখেছেন, “শ্রী ডিবি চান্দ্রগৌড়া জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জনসেবার প্রতি তাঁর নিবেদন ও কর্ণাটকের একজন সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসাবে তাঁর প্রচুর অভিজ্ঞতা অপরিসীম অবদান রেখেছে। আমাদের সংবিধান সম্পর্কে তাঁর গভীর উপলব্ধি এবং তাঁর সম্প্রদায়ের সেবার প্রতি ভালোবাসা ছিল অসাধারণ। আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।”