যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দিতে পারলেন না মিজ়োরামের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৭ নভেম্বর (হি. স.) : মিজ়োরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে। ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজ়োরামকে। রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে। নির্বিঘ্নে ভোট দিতে সকাল-সকাল বুথে যথেষ্ট ভিড়। যদিও এদিন যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দিতে পারলেন না মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা।

মিজ়োরামের মুখ্যমন্ত্রী এদিন সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু আইজ়লের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, তিনি ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে জ়োরামথাঙ্গা এ-ও জানিয়েছেন, তাঁর দল এমএনএফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের বিষয়ে তিনি নিশ্চিত। বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টা থেকে মিজোরাম বিধানসভার ৪০টি আসনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ১৩.২৬ শতাংশ ভোট পড়েছে। দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে হানহাথিয়াল এবং লওয়াংতলাইতে ২০-২০ শতাংশ। মিজোরামের ৪০টি আসনের জন্য মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরাম বিধানসভা নির্বাচনে ৮.৫৭ লক্ষেরও বেশি ভোটার প্রার্থীদের নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন। মিজোরামে ১২৭৬ টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এখনও পর্যন্ত ভোট মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া কোথাও ভোটগ্রহণ পর্ব ব্যাহত হয়নি। সকাল থেকে ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের আনাগোনা চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *