কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : মেঘ সরতেই রাজ্যজুড়ে কমছে তাপমাত্রার পারদ। রাতের দিকে মিলছে ঠান্ডার আমেজ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। আকাশ সাধারণত পরিষ্কার থাকার কথা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের । পাশাপাশি উত্তরবঙ্গেরও কোন জেলায় বৃষ্টি হবে না। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০-র নিচে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ থাকবে। নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে মাঝের কয়েকদিন আবহাওয়ায় আমুল বদল এসেছিল। কার্তিকের একেবারে শুরু থেকেই প্রকৃতি হেমন্তের জানান দিলেও মাঝে বেশ কিছুটা পারদ চড়েছিল। স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছিল তাপমাত্রা। রোদের তাপে যথেষ্টই কষ্ট হচ্ছিল।