নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর : অনুষ্ঠান বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে বাইকে আগুন ধরিয়ে দেয় এক নেশাখোর বখাটে যুবক। ঘটনা যোগেন্দ্রনগর অজীত পল্লী এলাকায় পুজন সিংহ রায়ের বাড়িতে। পেট্রোল চুরি করতে এসে পেট্রোল চুরি করতে না পেরে দুটি বাইকে আগুন লাগিয়ে দেয় ওই যুবক, এমনই অভিযোগ। অভিযুক্তের নাম লিটন দাস। ঘটনায় অল্পতে রক্ষা পেয়েছে বাড়িঘর । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
রাজধানী আগরতলা শহর সংলগ্ন অজিত পল্লী এলাকায় রবিবার গভীর রাতে ভয়াবহ কান্ড সংগঠিত করেছে এক নেশাখোর যুবক। দীর্ঘদিন ধরেই সে নেশা আসক্ত। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে প্রতিনিয়তই বিভিন্ন বাড়ি ঘরে চুরি কান্ড সংগঠিত করে চলেছে। ইতিপূর্বে সে বেশ কয়েকবার ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতেও তুলে দিয়েছে। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে থানা থেকে ছেড়ে দেয়। ফলে ওই নেশাখোর যুবক নেশার টাকার যোগান নিশ্চিত করতে প্রতিনিয়তই চুরির ঘটনা সংগঠিত করে চলেছে।
গতকাল অর্থাৎ রবিবার রাতে যোগেন্দ্রনগর এর অজিত পল্লীর পূজোন সিংহের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান চলছিল। মধ্যরাতে ওই যুবক বাড়িতে ঢুকে চুরি করার চেষ্টা করে। লোকজনরা তাকে দেখে তাড়িয়ে দিয়েছিল। পরিবর্তী সময়ে সে পুনরায় বাড়িতে ঢুকে চুরি করতে না পেরে বাইকে আগুন ধরিয়ে দেয়। তাতে পরপর দুটি বাইক আগুনে ঝলসে যায়। রাতেই খবর পাঠানো হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।